Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইডটকোর নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাহুল চৌধুরী। তিনি সম্প্রতি বর্তমান কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ড্যারিল সিনাপ্পার স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে ইডটকো গ্রæপের ডিরেক্টর অব সেলস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনাপ্পা। কর্র্মকৌশলকে আরো জোরালো করতে এবং এই অঞ্চলে উদ্ভাবনী টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপনের প্রচেষ্ঠাকে আরো ত্বরান্বিত করতে কোম্পানির ব্যবস্থাপনা পর্যায়ে রদবদলের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল এ ঘোষণা দেয় ইডটকো গ্রæপ। রাহুল চৌধুরী রিলায়েন্স কমিউনিক্যাশন্স লিমিটেডর (মুম্বাই) চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ইডটকো গ্রæপের ডিরেক্টর অব সেলস হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া সিনাপ্পা সরাসরি গ্রæপ সিইওর অধীনে কাজ করবেন। গ্রæপ সেলস অ্যান্ড মার্কেটিং, কৌশলগত ও গ্রাহক সম্পর্ক-বিষয়ক দিকনিদের্শনা প্রদান, মার্কেট শেয়ারে রাজস্ব ও ব্র্যান্ড ইক্যুইটি বৃদ্ধিতে নেতৃত্ব দেবেন সিনাপ্পা। নতুন দায়িত্ব গ্রহণের পর রাহুল চৌধুরী বলেন, ‘ইডটকো গ্রæপ এ অঞ্চলের অন্যতম টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান। ইডটকো বাংলাদেশে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের সুযোগ পেয়ে আমি গর্বিত এবং এ অঞ্চলে কোম্পানিটির বিস্তৃতি ও সাফল্য ধরে রাখার প্রত্যাশী।’
ইডটকো গ্রæপের সিইও সুরেশ সিধু বলেন, ‘ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং অন্যান্য সম্ভাবনাময় বাজারে ব্যবসা বিস্তারের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিশ্চিত করতে ইডটকো-এ আমরা প্রতিনিয়ত ব্যবস্থাপনা পর্যায়ে রদবদল করে থাকি। এ অঞ্চলের সেরা টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানিতে প্রতিষ্ঠিত হওয়ার অঙ্গীকারকে আরো জোরালো করতেই আজকের এই ঘোষণা। পাশাপাশি ইডটকো গ্রæপে গতিশীলতা আনাও আমাদের লক্ষ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ