Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতনা নদীর অবৈধ দখলদার উচ্ছেদ

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : দীর্ঘ ২০ বছর পর যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ঐতিহ্যবাহী বেতনা নদীর অবৈধ দখলমুক্ত করতে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে উপজেলা প্রশাসনসহ শতশত মানুষ। এ সময় শতশত অবৈধ বাঁধ গুড়িয়ে দেয়া হয়। প্রভাবশালী মহল দীর্ঘ ২০ বছর যাবত সরকারি এ বেতনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ভেড়িবাধ ও পাটা-বাঁধা দিয়ে জোর করে মাছ চাষ করে আসছে। ফলে নদী দিয়ে পানি বের হতে না পেরে প্রতি বর্ষা মৌসুমে গোটা শার্শা ও বেনাপোলের কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে শার্শা উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করেছে। সরিয়ে দেওয়া হচ্ছে ভেড়িবাধ ও পাটা। উচ্ছেদ সম্পর্কে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ: সালামের নেতৃত্বে স্বেচ্ছায় শতাধিক শ্রমিক বেতনা নদীর অবৈধ বাধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করতে অংশ নেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধওে বেতনা নদীটি অবৈধভাবে দখল করে মাছ চাষ করে আসছে প্রভাবশালী একটি মহল। অবৈধ দখলমুক্ত করার জন্য অভিযান শুরু হয়েছে। দখলমুক্ত করতে কেউ বাধা দিলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



 

Show all comments
  • Selina ২৭ এপ্রিল, ২০১৭, ১:০৬ পিএম says : 0
    River is lifeblood of the country .
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ