মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আর্থিক সেবা, নাগরিক অধিকার বিষয়ে নিজ অবস্থান আরো কঠোর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে জোটভুক্ত অন্য ২৭ দেশের ক‚টনীতিকরা ব্রেক্সিট আলোচনার খসড়া নির্দেশনায় উল্লিখিত এ সংক্রান্ত নির্দেশগুলোকে আরো কঠোর করার ব্যাপারে আলোচনা করেন। খবরে বলা হয়, ব্রিটেন যদি ইইউ’র শর্ত না মানে তাহলে আর্থিক খাতকে ব্রিটেন ও জোটের মধ্যকার ব্রেক্সিট আলোচনায় অন্তর্ভুক্ত না করার আহŸান জানায় ফ্রান্স। ব্রাসেলসের আলোচনায় ক‚টনীতিকরা ফ্রান্সের এ প্রস্তাবের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন। সে সঙ্গে ইউরোপিয়ান কমিশন (ইসি) প্রণীত ব্রেক্সিট আলোচনার খসড়া নির্দেশিকায় ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিক ও জোটভুক্ত অন্য দেশগুলোয় থাকা ব্রিটিশ নাগরিকদের অধিকার ও ব্রিটেনের কাছ থেকে ইইউর প্রাপ্য অর্থ আদায়ের বিষয়ে আরো কঠোর অবস্থান গ্রহণে সম্মত হন তারা। নতুন খসড়া আলোচনা নির্দেশিকায়, বাণিজ্য চুক্তি থেকে আর্থিক খাতকে বাদ দেয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, জোটের আর্থিক স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণকারী আদর্শমানের শাসন ও প্রয়োগের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক ভবিষ্যৎ অবকাঠামো তৈরি করা উচিত। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।