Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিলনাড়ুর বন্ধে একাধিক বিরোধীদলীয় নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবিলম্বে খরাপীড়িত কৃষকদের দুর্দশা লাঘব করতে সরকারকে চাপ প্রয়োগ করার লক্ষ্যে গত মঙ্গলবার গোটা রাজ্যে বন্ধ পালন করেছে তামিলনাড়ুর বিরোধী দলগুলো। বিরোধী দলগুলোর ডাকা বন্ধে স্থবির হয়ে পড়ে রাজ্যের জনজীবন। বন্ধের সময় রাজ্যের দোকানপাট ও হোটেলগুলোয় কার্যক্রম বন্ধ ছিল। তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দপ্তরগুলোর পাশাপাশি খোলা ছিল সরকারি ও বেসরকারি অফিস। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। গত সপ্তাহে ডিএমকে, কংগ্রেস, সিপিআই-এম, সিপিআই, ভিসিকে ও আইউএমএল রাজ্যজুড়ে বন্ধ ডাকার সিদ্ধান্ত নেয়। বিরোধী দলগুলোর এ সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করে ট্রেড ইউনিয়ন। ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ