মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অভিবাসন ও মুক্ত বাণিজ্যের প্রতি আমেরিকানদের সমর্থন নতুন রেকর্ড গড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অভিবাসন ও মুক্ত বাণিজ্য কমানোর প্রতিশ্রæতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের তিন মাসের মাথায় এ জরিপের ফল বের হলো। তবে অভিবাসন ও মুক্ত বাণিজ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রে জনমতে পরিবর্তন এসেছে নাকি এ দুটি প্রক্রিয়ার সমর্থকরা আগের চেয়ে সংহত হয়েছেন তা স্পষ্ট নয়। জরিপে অংশ নেয়া ১০ জনের মধ্যে ছয়জন আমেরিকান মনে করেন, অভিবাসীরা ক্ষতির তুলনায় আমেরিকার জন্য বেশি সহায়ক। ২০০৫ সালের পর অভিবাসীদের প্রতি আমেরিকানদের সমর্থনের সর্বোচ্চ হার এটি। ২০১৬ সালের সেপ্টেম্বরের জরিপের তুলনায় অভিবাসীদের প্রতি মার্কিনিদের সমর্থন ৬ পয়েন্ট বেড়েছে। সে সময় জরিপে অংশ নেয়া এক-তৃতীয়াংশ আমেরিকান বলেছিলেন, সহায়তার তুলনায় অভিবাসীরা ক্ষতি করে বেশি। সাম্প্রতিক সমীক্ষায় মুক্ত বাণিজ্যের প্রতি আমেরিকানদের সমর্থন কিছুটা বেড়েছে। মুক্ত বাণিজ্য যুক্তরাষ্ট্রের জন্য উপকারী বলে মনে করেন জরিপে অংশ নেয়া ৫৭ শতাংশ আমেরিকান। তবে ৩৭ শতাংশ আমেরিকান এটি উপকারী মনে করেন না। এ দুই পক্ষের মধ্যে ২০ পয়েন্টের ব্যবধান রয়েছে। তবে মুক্ত বাণিজ্যের পক্ষের সমর্থন রেকর্ড অর্জন করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।