মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ‘শত্রæদের’ বিরুদ্ধে আগাম পরমাণু হামলার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ভুল করলে পাল্টা হামলায় বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার দেশের ‘শত্রæদের’ বিরুদ্ধে প্রথম হামলা’র কাজেই পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে গত সোমবার হুমকি দেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন। তিনি বলেন, এমনকি ব্রিটেন যদি সরাসরি আক্রান্ত নাও হয় তবুও পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না লন্ডন। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা কমিটির ডেপুটি চেয়ারম্যান ফ্র্যান্টস ক্লিন্টসেভিচ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের কঠোর জবাব দেয়া দরকার এবং সে জবাব দিতে আমি ভয় পাই না। তিনি আরো বলেন, ফ্যালনের বক্তব্যকে মস্কো মনস্তাত্তি¡ক যুদ্ধের অংশ হিসেবে গণ্য করছে। তা না হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে কার বিরুদ্ধে আগাম হামলার কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় ব্রিটেন। রাশিয়ার এই সিনিয়র সংসদ সদস্য আরো বলেন, ব্রিটেন যদি পরমাণু শক্তিধর কোনো দেশে হামলা চালায় তাহলে আক্ষরিকভাবে প্রতিশোধমূলক হামলায় ব্রিটেন বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে; বিশেষ করে যেহেতু এটির আয়তন খুব বড় নয়। তিনি আরো বলেন, কিন্তু ব্রিটেন যদি কোনো অ-পারমাণবিক দেশে হামলা চালায় তাহলে ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যা করেছে তার পুনরাবৃত্তি হবে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।