রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সংসদ সদস্য গোলাম রাব্বানীসহ ৩ নেতাকে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় আ.লীগ থেকে বরখাস্তের সুপারিশের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ মডেল স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর আ.লীগসহ সহযোগী সংগঠনগুলো। এতে উপজেলার বিভিন্নস্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ অন্যরা। এ সময় বক্তরা বলেন, জেলা আ.লীগের সভাপতি মইনুদ্দীন ম-ল এবং সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই ষড়যন্ত্র ও অগঠনতান্ত্রিকভাবে সংসদ সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিনকে দল থেকে বরখাস্তের সুপারিশ করেছে। তাদের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নিবে না স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। অগঠনতাতিন্ত্রক প্রক্রিয়ায় বরখাস্তের সুপারিশ করে জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর অপরাধ করেছেন উল্লেখ করে বক্তারা বলেন, ওই দুই জনকে দল থেকে বহিষ্কার করে জেলা কমিটি ভেঙ্গে দেয়ার দাবি জানান। অন্যথায় শিবগঞ্জে আরো কঠোর কর্মসূচি পালন করবে নেতাকর্মীরা। প্রয়োজনে এ দাবিতে শিবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।