পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক ও পারটেক্স বিল্ডার্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা পারটেক্স বিল্ডার্সের ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে সিটি ব্যাংকের হোম লোনে নানাবিধ সুবিধা ভোগ করবেন। এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও হ্রাসকৃত লোন প্রসেসিং ফি। এছাড়া গ্রাহকরা পারটেক্স বিল্ডার্সের পক্ষ থেকে বিনামূল্যে কিচেন সলিউশন এবং পারটেক্স ফার্নিচারের যে কোনো পণ্যে আগামী পাঁচ বছরের জন্য ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও পারটেক্স বিল্ডার্স লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনসুর আলি সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।