Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবায় ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর পবা উপজেলায় আশগ্রাম পাটনীপাড়া এলাকায় গতকাল র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ একই পরিবারের চার জনকে তাদের নিজ বাড়ি থেকে আটক করেছে। আটকরা হলো, রাজ্জাক আলীর স্ত্রী নাসিমা বেগম (৫০), ছেলে মো. জুয়েল (৩০) ও ইসমাইল হোসেন (২৮) এবং ইসমাইলের স্ত্রী সুলতানা খাতুন (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর এএসপি এএইচএম মাহফুজুর রহমান ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাতে রাজ্জাক আলীর বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই বাড়ি থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিবারের এই চার সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ