Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে নির্বাচনে গণরায়ের প্রতি শ্রদ্ধা দেখাবে মস্কো

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে রাশিয়া প্রস্তুত এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের পছন্দের প্রতিও মস্কোর শ্রদ্ধা রয়েছে। গত সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা ফ্রান্সের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পক্ষে। তিনি আরো বলেন, ‘ফ্রান্সের নির্বাচনে জনগণের পছন্দের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী অ্যান মার্শি আন্দোলনের নেতা ইমানুয়েল ম্যাক্রোন রোববার অনুষ্ঠিত ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ২৩.৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে ম্যাক্রোনের প্রধান প্রতিদ্ব›দ্বী ফ্রান্সের ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট রাজনৈতিক দলের নেতা মারি লে পেন নির্বাচনে ২১.৫৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এবার আগামী ৭ মে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রোন ও লি পেন পরস্পরের বিরুদ্ধে লড়বেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ