মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি মার্কিন ঘাঁটিতে গাড়িবোমা হামলা চালিয়েছে তালিবান যোদ্ধারা। তবে এই হামলার বিস্তারিত কিছু জানাননি স্থানীয় কর্মকর্তারা। এ সময় কাবুল ঝটিকা সফরে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। প্রদেশের গভর্নরের মুখপাত্র মুবারেজ মোহাম্মদ জাদরান বলেন, হামলাকারীরা ক্যাস্প চ্যাপম্যানের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। ক্যাম্পটি মার্কিন বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলেন, আমি হামলা সম্পর্কে অবগত আছি। কিন্তু এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব না। আফগানিস্তানে দায়িত্ব পালন করা মার্কিন সামরিক মুখপাত্র ক্যাপ্টেন উইলিয়াম স্যালভিন এই হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন আফগান নাগরিক হতাহতের শিকার হয়ে থাকতে পারেন। তবে কোনও মার্কিন এতে প্রাণ হারাননি। তিনদিন আগেই একটি সেনাঘাঁটিতে তালেবান হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় দেড়শ’ আফগান সেনা। ওই হামলার জেরে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আব্দুল্লাহ হাবিবি ও সেনাপ্রধান জেনারেল কদম শাহ শাহিম।
এর আগে খবরে বলা হয়, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই গত সোমবার আফগানিস্তান সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো দূত হিসেবে দেশটি সফরে গেলেন তিনি। অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসি নিউজ জানায়, আফগানিস্তানে আর যুদ্ধের প্রয়োজন কিনা- এই প্রসঙ্গে আলোচনা করতেই তিনি সেখানে গিয়েছেন। এর আগে শুক্রবার দেশটির মাজার-ই শরীফ এলাকায় একটি আফগান সেনাদের ওপর তালিবানের হামলায় অন্তত ১৪০ জনেরও বেশি সেনা নিহত হয়। ওই ঘটনার জেরে ইতোমধ্যে পদত্যাগ করেছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ। এই ঘটনার মধ্যেই কাবুল সফরে যান জেমস ম্যাটিস।
গত ১৩ এপ্রিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় বোমা মাদার অব অল বোম্বস নিক্ষেপ করে। দেশটির দাবি, আইএসের ঘাঁটি লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তবে হামলার নিন্দা জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে তার অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরি বানাতে চায়। এজন্য বর্তমান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকেও বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন তিনি। বর্তমানে আফগানিস্তানে ৯ হাজার মার্কিন সেনা রয়েছে। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন কমান্ডের দাবি, দেশটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সেনার প্রয়োজন রয়েছে। রয়টার্স, এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।