Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভিক্ষের মুখে নৌদস্যুতার দিকে ঝুঁকছে সোমালীয়রা

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় নিয়োজিত মার্কিন-আফ্রিকান সামরিক জোটের প্রধান জেনারেল থমাস ওয়াল্ডহাউসার বলেছেন, সাম্প্রতিককালে ভারত মহাসাগরে নৌদস্যুতার মাত্রা বেশ বেড়ে গেছে। এ জন্য তিনি দেশটির নাগরিকদের দায়ী করে বলেন, সোমালিয়াজুড়ে চলমান তীব্র খরা ও দুর্ভিক্ষের কারণে আফ্রিকার দরিদ্র এ দেশটির নাগরিকরা নৌদস্যুতায় জড়িয়ে পড়ছে। তিনি জানান, গত এক মাসে অন্তত ছয় বার উপক‚লীয় এলাকা থেকে জাহাজ দখল কিংবা দখলের চেষ্টা করেছে সোমালি দস্যুরা। এর মধ্যে ভারত ও শ্রীলংকার বাণিজ্যিক জাহাজও রয়েছে। চলমান খরা ও দুর্ভিক্ষের মুখে নৌদস্যুতায় ঝুঁকছে দেশটির নাগরিকরা। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। নিরাপত্তা জোরদারে কাজ করছে ইউরোপীয় নৌ সেনারা। স¤প্রতি জিবুতি সফরকালে সোমালিয়ার নৌদস্যুতার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস। নিরাপত্তা নিশ্চিতে সোমালিয়ার সামরিক বাহিনীকে সহায়তার লক্ষ্যে দেশটিতে কয়েক ডজন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তীব্র খরার কারণে ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে দেশটি। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। দেখা দিয়েছে কলেরাসহ নানা রকম মহামারী। খরার প্রকোপে গত ২৮ ফেব্রæয়ারি দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমোজা। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মতে, দেশটিতে খাদ্যাভাবে ভয়াবহ অপুষ্টিতে ভুগছে প্রায় তিন লেখ ৬৩ হাজার শিশু। এর মধ্যে তীব্র ঝুঁকির মুখে রয়েছে ৭১ হাজার শিশু। এসব শিশুদের দ্রæত চিকিৎসা ও প্রয়োজনীয় পুষ্টির জোগান দেওয়া জরুরি হয়ে পড়েছে। জাতিসংঘের মতে, দুর্ভিক্ষের মুখে থাকা সোমালিয়ায় ৫০ লাখ মানুষের জরুরি সাহায্য প্রয়োজন। প্রয়োজনীয় খাদ্য ও সাহায্যের আশায় স্থানীয়রা রাজধানী মোগাদিসুর দিকে ছুটছেন। যা বিদ্যমান পরিস্থিতিকে আরো ভয়াবহ রূপ দিতে পারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ