Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ দলের নেতৃত্ব ছাড়লেন কট্টরপন্থী প্রার্থী লে পেন

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট নির্বাচনে দলটির প্রার্থী রান-অফ ভোটের অন্যতম প্রতিদ্ব›দ্বী মারি লে পেন। ফ্রেঞ্চ টিভিকে লে পেন জানান, দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকা দরকার তার। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর একজন হয়ে দ্বিতীয় পর্বের (রানঅফ) প্রতিদ্ব›িদ্বতায় পৌঁছানোর একদিন পর তিনি এ সিদ্ধান্ত জানান। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তিনি উদার মধ্যপন্থি প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁর মুখোমুখি হবেন। প্রথম পর্বের ভোটাভুটিতে ম্যাক্রোঁ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। জনমত জরিপে আভাস পাওয়া গেছে, দ্বিতীয় পর্বের ভোটেও ম্যাক্রোঁ স্পষ্ট ফেভারিট। তারপরও জয়ের ব্যাপারে প্রত্যয় জানিয়ে লে পেন বলেছেন, আমরাও জিততে পারি, আমরাই জিতব। তবে তার কথাবার্তায় ইঙ্গিত পাওয়া গেছে, তার দলীয় প্রধানের পদ ছাড়ার বিষয়টি সাময়িক হতে পারে। ফ্রেঞ্চ টু-কে তিনি বলেছেন, ফ্রান্স একটি চ‚ড়ান্ত মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্টকে ফ্রান্সের সকল মানুষের মধ্যে মিলন ঘটাতে হবে, এই গভীর প্রত্যয়বোধ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লে পেন। তাই, এই সন্ধ্যা থেকে আমি আর ন্যাশনাল ফ্রন্টের সভাপতি না। আমি ফ্রান্সের প্রেসিডেন্ট পদের প্রার্থী। ২০১১ সালে বাবা জঁ মারি লে পেনের কাছ থেকে এফএনের নেতৃত্বভার গ্রহণ করেছিলেন লে পেন। তার নেতৃত্ব গ্রহণের পর ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনগুলোতে এফএন বড় ধরনের সাফল্য পায়। তার নেতৃত্বেই দলটি গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা তৈরি করে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বের ভোটে ২০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান দখলকারী রক্ষণশীল দলের প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁও রিপাবলিকান দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নিজ দলীয় নেতাদের তিনি বলেছেন, আইন-পরিষদের নির্বাচনে দলকে নেতৃত্ব দেয়ার আর কোনো বৈধতা তার নেই। তাই অন্যদের মতোই তিনি সাধারণ একজন আন্দোলনকারী হয়ে থাকতে আগ্রহী। প্রথম পর্বের নির্বাচনে ম্যাক্রাঁ পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লে পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। পরাজিত প্রার্থী ডানপন্থী রিপাবলিকান পার্টির নেতা ফ্রাঁসোয়া ফিলন পেয়েছেন ১৯.৯১ শতাংশ ভোট। অপর পরাজিত প্রার্থী কট্টর বামপন্থী জ্যঁ-লুক মেলেঁকন পেয়েছেন ১৯.৬৪ শতাংশের সমর্থন। অন্য সাত প্রার্থীর মধ্যে ছিলেন সোশ্যালিস্ট পার্টির বেনয় হ্যামন, দুই ট্রটস্কিবাদী, তিন উগ্র-জাতীয়তাবাদী এবং এক সাবেক পুলিশ কর্মকর্তা। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ