মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সরকার ও বিরোধীদের মধ্যে চরম অসন্তোষ ও বিশৃঙ্খলায় বিক্ষুব্ধ ভেনিজুয়েলায় দিন দিন লাশের সংখ্যা বাড়ছে। লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় গত সোমবার সরকারপন্থী ও বিরোধী দলের সংঘর্ষে আরও তিনজন নিহত হয়েছেন। এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে বের হওয়া এক মিছিলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মেরিদা রাজ্যের স্থানীয় সরকারের এক কর্মকর্তা নিহত হন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। বারিনাস রাজ্যের অপর এক সরকারি কর্মকর্তা বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানানো হয়েছে। এদিকে, সরকারপন্থি, বিরোধীদের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সহিংসতায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে জানা যায়। রাজধানী কারাকাসে সরকারপন্থি বিক্ষোভে আহত এক নারী গত রোববার মারা গেছেন বলে জানিয়েছেন ন্যায়পাল তারেক সাব। পাশের একটি ভবন থেকে বরফ ভরা বোতল ছুড়ে মারলে আহত হন ৪৭ বছর বয়সি ওই নারী। এ মাসে উভয় পক্ষের বিক্ষোভ ও সংঘর্ষে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন ১০ জন। এ ছাড়া শুক্রবার কারাকাসে বিক্ষোভের সময় নিহত হন ১১ জন। ভেনিজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ মাঝেমধ্যেই মারাত্মক আকার ধারণ করে। কিন্তু গত ২৯ মার্চ দেশটির সুপ্রিম কোর্ট বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতায় থাকা জাতীয় পরিষদের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ আরো জোরালো হয়। তিন দিন পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও বিক্ষোভের আগুন তাতে নেভেনি, বরং আরো বেড়েছে। আল-জাজিারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।