Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশিদিন মহাকাশে থেকে রেকর্ড গড়লেন মার্কিন নারী নভোচারী পেগি

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহাকাশ অভিযানে নারীদের অংশগ্রহণ পুরোনো ঘটনা। এবার সেই ধারায় রেকর্ডের নতুন মাত্রা যোগ করলেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। যুক্তরাষ্ট্রের নভোচারী হিসেবে সবচেয়ে বেশিদিন মহাকাশে অবস্থানের রেকর্ড গড়লেন উইটসন। তিনিই প্রথম নারী যিনি দুইবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কমান্ডিংয়ের দায়িত্ব পালন করেন। এর আগে মহাকাশে ৫৩৪ দিন থাকার রেকর্ড ছিল মার্কিন নভোচারী জেফ উইলিয়ামসের। ৫৩৫ দিন মহাকাশে অবস্থান করে সেই রেকর্ড ভাঙলেন উইটসন।
নভোচারী পেগি উইটসনের সফলতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মেয়ে ইভানকা ট্রাম্প উইটসনকে ফোন করে অভিনন্দন জানান। আইএসএসের অফিসিয়াল টুইটার পেজে পেগি উইটসনকে অভিনন্দন জানানো হয়েছে। টুইটে বলা হয়, ‘২৪ এপ্রিল প্রথম প্রহরে রাত ১টা ২৭ মিনিটে নভোচারী জেফের ৫৩৪ দিন মহাকাশে থাকার রেকর্ড ভেঙেছেন নভোচারী পেগি। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এ মাসের শুরুতে নাসার নভোচারী শান কিমবরা আইএসএসের দায়িত্ব তুলে দেন নভোচারী ড. উইটসনের হাতে। ওই সময় কিমবরা বলেছিলেন, তিনি (উইটসন) এবার নতুন রেকর্ড গড়বেন। তিনি আরো বলেন, এই প্রথম দুইবার আইএসএসের নারী কমান্ডার হলেন তিনি। ড. উইটসনের বয়স এখন ৫৭ বছর। সবচেয়ে বেশি বয়সি নারী নভোচারী হিসেবে মহাকাশ স্টেশনে থাকারও রেকর্ড গড়লেন তিনি। তাছাড়া এর আগেই নারী নভোচারী হিসেবে বেশিদিন আইএসএসে অবস্থানের রেকর্ড করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আইওয়াতে জন্ম নেয়া উইটসন নাসায় যোগ দেয়ার আগে রসায়নে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। নাসার সঙ্গে মেডিক্যাল ও গবেষণা নিয়ে কাজ করেন তিনি। ১৯৯৬ সালে নাসার নভোচারী প্রার্থী হন। ২০০২ সালে তিনি প্রথমবার আইএসএসে যান। ২০০৭ সালে তিনি প্রথমবার আইএসএসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ