Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যালেরিয়ার টিকা প্রথম চালু হবে আফ্রিকায়

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বে প্রথম ম্যালেরিয়ার টিকা চালু হবে তিন দেশ ঘানা, কেনিয়া এবং মালাউয়িতে। ২০১৮ সাল থেকে শুরু হবে টিকা দেয়ার এ প্রকল্প। আরটিএস,এস নামের টিকাটি শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ম্যালেরিয়ার জীবাণুুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এ টিকা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করবে বলে আশাবাদী বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। তবে টিকাটি বিশ্বের অতি গরিব দেশগুলোতে কাজে লাগানো সম্ভব হবে কিনা তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। মোট চারটি ডোজে এই টিকা দেয়া হবে। পরপর তিন মাসে তিন ডোজ এবং ১৮ মাস পর চতুর্থ ডোজ। ক্লিনিক্যাল পরীক্ষায় কড়া নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই টিকার প্রয়োগ সফল হলেও বাস্তবে এর প্রয়োগ ঠিকমত করা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে। বিশেষ করে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত সেখানে এর সঠিক প্রয়োগ নিয়ে শঙ্কা আছে। একারণেই প্রথম তিনটি দেশে এ টিকা চালুর জন্য ডবিøউএইচও পাইলট প্রোগ্রাম পরিচালনা করছে। দেশগুলোতে ম্যালেরিয়ার টিকা পুরোপুরি চালু করা যাবে কিনা এর সম্ভাব্যতা যাচাই করে দেখতেই এ ব্যবস্থা। সেইসঙ্গে টিকাটি কতটা নিরাপদ এবং ফলপ্রসূ হচ্ছে তাও পরীক্ষা করে দেখা হবে। ডবিøউএইচও’র আফ্রিকা অঞ্চলের পরিচালক ডা. মাতশিদিসু মোয়েতি বলেন, ম্যালেরিয়ার টিকা দান কার্যক্রম শুরু করা দারুণ খবর। পাইলট প্রকল্প থেকে পাওয়া তথ্যের সাহায্যে বিশ্বজুড়ে ম্যালেরিয়ার টিকাদান বিষয়ে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ