পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এনসিসি ব্যাংক লি. সম্প্রতি আলফা ক্রেডিট রেটিং লি. এর সঙ্গে ক্রেডিট রেটিং সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় আলফা রেটিং প্রস্তাবিত ৪০০ কোটি টাকা মূল্যমানের “এনসিসি ব্যাংক নন-কনর্ভাটেবল সাব অর্ডিনেটেড বন্ড” এর প্রাথমিক রেটিংসহ পূর্ণ মেয়াদ অর্থাৎ ০৭(সাত) বছর পর্যন্ত রেটিং সেবা প্রদান করবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং আলফা রেটিং এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আসাদুল্লাহ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসইভিপি ও হেড অব আইসিসি এ.বি.এম. আবদুল্লাহ, এসইভিপি ও হেড অব অপারেশন্স মোহাম্মদ এইচ. কাফি এবং মানবসম্পদ বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার এবং আলফা রেটিং এর চীফ স্ট্রেটেজি অফিসার প্রণবেশ রায়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।