Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মুসলিমকে প্রচন্ড মারধর

গরু নয়, দিল্লিতে এবার মোষবাহী ট্রাকে সহিংসতা

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ভারতে গরু রক্ষা অভিযান শুরু হয়েছিল ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আখলাকের খুন দিয়ে। তার পর কখনও রাজস্থানের অলওয়রে দুধ ব্যবসায়ী পেহলু খানকে খুন করে। একবার কাশ্মীরে যাযাবর পরিবারের ৯ বছরের বাচ্চাকেও গরু রক্ষার অজুহাতে হত্যা করা হয়। সেই তালিকায় জুড়ে গেল অভিজাত দক্ষিণ দিল্লির কালকাজি।এবার অবশ্য গরু নয়, রোষের নিশানা মোষ ভর্তি একটি ট্রাক। আর সেই ট্রাক থেকে তিন জনকে নামিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠানোর ঘটনায় নাম জড়িয়েছে পিপল ফর এনিম্যালস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার। যার চেয়ারপার্সন তথা অন্যতম প্রতিষ্ঠাতা হলেন নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী মেনকা গান্ধী। পুলিশ সূত্রের বক্তব্য, গত রোববার প্রায় মধ্যরাতে পিএফএ-র এক কর্মকর্তার ফোন পেয়ে কালকাজিতে পৌঁছয় টহলদারি ভ্যান। দেখা যায়, ১৪টি মোষ ভর্তি একটি মিনি-ট্রাক আটকানো হয়েছে। অভিযোগ, পুলিশ আসার আগেই মিনি-ট্রাকের তিন আরোহী রিজওয়ান, কামিল ও আশুকে মারধর করা হয়। পুলিশের একাংশের মতে, এতে পিএফএ-র সদস্যরাই জড়িত। যদিও ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ট্রাক থামাতেই আশপাশ থেকে কিছু লোক এসে আরোহীদের পেটাতে শুরু করে। মোষগুলিকে যে ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তা দেখে খেপে যায় তারা। অবস্থা সামাল দিতে পিএফএ সদস্যরাই পুলিশ ডাকেন।
পুলিশ তিন জনকে উদ্ধার করে এইমস হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের গ্রেফতারও করা হয়। অথচ মারধরে অভিযুক্ত কাউকেই ধরা হয়নি। শুধু মামলা দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, হরিয়ানা থেকে গাজিপুরের কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল মোষগুলিকে। তবে সাধারণ মানুষের অভিযোগ, দিল্লিতে মোষ নিয়ে যাওয়া কি বেআইনি। আর ৩ জন মুসলমানকে মারধর করার কারণে কাউকে ধরা গেল না কেন।পিএফএ-র সদস্য সৌরভ গুপ্তের দাবি, দিলিতে মোষ নিয়ে যাওয়া বেআইনি নয়। পুলিশ বলছে, এখনও পর্যন্ত তদন্তে গত কালের ঘটনার সঙ্গে কোনও গো-রক্ষা দলের যোগ মেলেনি। মেনকা নিজেও দিলি পুলিশের সঙ্গে কথা বলেছেন। তবে তার দাবি, এই ঘটনার সঙ্গে পিএফএ-র যোগ নেই। মেনকার দফতরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, পশু অধিকার নিয়ে কাজ করা একটি সংস্থার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। দিল্লিতে পিএফএ-র কোনও ইউনিট নেই। সারা দেশে আমাদের ১০ হাজার স্বেচ্ছাসেবী আছেন। যে এটা করেছে, সে নিজে থেকে করেছে।এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ