Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার প্রধান মিত্রদেশ চীন। গ্রিস সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত রোববার এথেন্সে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী নিকোস কোতজিয়াসের সঙ্গে বৈঠকের পর এ আহ্বান জানিয়েছেন। একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন সংঘাত নিরসনে রাজনৈতিকভাবে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়া ইস্যুতে বলেছিলেন, সব সুযোগই আলোচনার টেবিলে রয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের অবসান ঘটেছে। এর মধ্যদিয়েই শনিবার জানানো হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ বর্তমানে কোরীয় উপদ্বীপ অভিমুখে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার উত্তর কোরিয়া ওই রণতরীকে এক আঘাতেই ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে ওই এলাকাকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার ঘোর সমর্থক চীন। এই সমস্যা সমাধানে হয়তো চীনই একমাত্র চাবি নয়। তবে আমরা আনন্দিত যে, অনেক পক্ষই এখন আমাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছিল। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ