Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-১৮ ফুটবলে জিতেছে ঢাকা

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অনূর্ধ্ব-১৮ ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছে ঢাকা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ১-০ গোলে হারায় রাজশাহীকে। বিজয়ী দলের ইমন ৮৩ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন। এছাড়া বিকেএসপি ও রংপুরের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এ সময় পৃষ্ঠপোষক ওয়ালটনের ইকবাল বিন আনোয়ারসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ