Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুলবুলির রৌপ্য জয়

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : থাইল্যান্ড ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জয় করেছেন বাংলাদেশের সানুয়ারা আক্তার বুলবুলি। প্রতিযোগিতার দ্বিতীয় দিন গতকাল ৬৮ কেজি ওজন শ্রেনীতে রুপা জিতে তিনি। এ ইভেন্টে স্বর্ণ জিতেছে স্বাগতিক থাইল্যান্ড এবং ব্রোঞ্জপদক পায় নেপাল। তিন দিনব্যাপী এ আসরে ১৮টি দেশ অংশ নিচ্ছে । বাংলাদেশ থেকে ৮ প্রতিযোগী খেলছেন। এর মধ্যে চারজন মহিলা। বাংলাদেশের ৮ খেলোয়াড়ের মধ্যে ৭ জনই সেনাবাহিনীর। একজন বর্ডার গার্ড বাংলাদেশের। এ সফরে লাল-সবুজ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। এছাড়া বাংলাদেশের দুই রেফারি মো. সাজ্জাদ হোসেন ও আব্দুল মান্নানও দায়িত্ব পালন করছেন প্রতিযোগিতায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ