গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে ৬০টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ সাইফুদ্দিন (৩৩) রাউজান উপজেলার গহিরার বাসিন্দা।
শনিবার রাত পৌনে ৮টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানতে আসার পর তার ট্রলি ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটের এক যাত্রীর কাছে সোনার বার রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর যাত্রী সাইফুদ্দিনের ট্রলি ব্যাগে ৬০টি সোনার বার পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।