মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উষ্ণতা বৃদ্ধির কারণে শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপ পরমাণু মুক্ত করা এখনো সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছর দুইবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও। এছাড়া স¤প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পরকে হামলা করার হুমকি দিয়েছে। যা নিয়ে গত কয়েক সপ্তাহে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার সিডনিতে এক যৌথ সংবাদ সম্মেলনে পেন্স বলেন, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। যা এখনো শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, যেহেতু ওই অঞ্চলে আমাদের মিত্ররা এবং চীন উত্তর কোরিয়াকে চাপ দিতে শুরু করেছে, তাই শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করার মত ঐতিহাসিক কাজ করার সুযোগ এখনো আছে এবং এটা আমরা সত্যিই বিশ্বাস করি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।