Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজান বিতর্কের জবাবে মোদি

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে আজান বিতর্কের মাঝে হঠাৎ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে একটি সভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় শুরু হয় আজান। ভাষণ মাঝপথে থামিয়ে দেন মোদি। আজান শেষ হতেই মোদি বলেন, এটাই আমাদের দেশের সংস্কৃতি। কারো ধর্মীয় প্রার্থনায় ব্যাঘাত ঘটানো উচিত নয়। প্রসঙ্গত, এর আগে ভোরবেলায় আজান শোনানো গুন্ডাগিরির শামিল বলে ট্যুইট করেছিলেন সোনু নিগম। তিনি অবশ্য শুধু আজানের কথাই বলেননি মন্দির, গুরুদুয়ারায় লাউড স্পিকার ব্যবহার নিয়েও সরব হয়েছেন। তা সত্তে¡ও বিতর্ক থামছে না। সোনুর মাথা মুড়িয়ে দেয়ার ফতোয়া জারি করেছিলে মৌলবী কাদরি। সোনু নিজেই ন্যাড়া হয়েছেন। এমন জবাব পেয়ে আবার ফতোয়া জারি করেছেন মৌলবী কাদরি। সোনুকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। সোনুকে নিয়ে নীরব অবস্থানই নিয়েছে বলিউড। কঙ্গনা রানাউত আবার একটু ঘুরিয়ে সোনুর পাশে দাঁড়িয়েছেন। লাইভ টিভি শোয়ে মৌলবী কাদরিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন গায়ক অভিজিৎ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ