Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোলনে পুলিশের সাথে সংক্ষুব্ধদের সংঘর্ষ, কয়েকজন আটক

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অভিবাসনবিরোধী পার্টির সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ, ২ পুলিশ আহত
ইনকিলাব ডেস্ক : জার্মানির অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফুয়ের ডয়েচল্যান্ডের (এএফডি) পার্টির সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভের সময় সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন উপলক্ষে দলীয় নীতি নিয়ে আলোচনার জন্য গত শনিবার কোলন শহরে অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের সম্মেলন শুরু হয়। কোলন পুলিশের মুখপাত্র বলেন, শহরে খুবই অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। এই সম্মেলনে জার্মানির ডানপন্থি এবং ইসলাম-বিরোধী দলটি আসন্ন নির্বাচন উপলক্ষে দলের একজন সহ-নেতা মনোনীত করতে চায়। এএফডির সম্মেলন উপলক্ষে কোলন শহরে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া, পুলিশ আহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ধরে নিয়ে যায়। খবরে বলা হয়, স্থানীয় সময় গত শনিবার সম্মেলনকে কেন্দ্র করে কোলনে সমবেত হতে শুরু করে এএফডির সমর্থকরা। সম্মেলনবিরোধীরাও পিছিয়ে ছিল না। পুলিশ মনে করছে, সম্মেলনকে ঘিরে পক্ষে-বিপক্ষের অন্তত ৫০ হাজার মানুষ শহরে সমবেত হয়। এ আশঙ্কা থেকেই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কোলনের পুলিশ প্রধান জুয়েরগেন ম্যাথিয়াস বলেন, সম্মেলনকে কেন্দ্র করে হাজার হাজার বামপন্থী প্রতিবাদকারী সমবেত হয়েছেন। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এএফডি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের বিপরীতে দ্রæতই জনপ্রিয়তা অর্জন করছে। ২০১৫ সালে মারকেল অবাধ শরণার্থী গ্রহণের নীতি নিলে, তার বিরোধিতায় নামে দলটি। স¤প্রতি জার্মানিতে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐে শরণার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মারকেলের জনপ্রিয়তা কমছে। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ