Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া-সিরিয়ার প্রতিরক্ষা সম্পর্ক প্রাত্যহিক বিষয়

যুক্তরাষ্ট্র সিরিয়ার সংকটকে বাণিজ্যিক যুদ্ধ হিসাবে বিবেচনা করে : বাশার

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া ও সিরিয়ার প্রতিরক্ষা সম্পর্ককে দৈনন্দিন বলে অভিহিত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন, রাশিয়া সিরিয়ায় চলমান যুদ্ধকে মার্কিনিদের মতো বাণিজ্যিক যুদ্ধ হিসেবে দেখছে না। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি ও স্পুটনিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, আমাদের যুদ্ধকে রাশিয়া স্রেফ সিরিয়ার যুদ্ধ অথবা রাশিয়া-সিরিয়ার যুদ্ধ হিসেবে দেখছে না। বরং এটা হচ্ছে নিজেদের নাগরিককে সন্ত্রাস থেকে সুরক্ষা দিতে আগ্রহী প্রতিটি দেশের যুদ্ধ। কাজেই রাশিয়া যখন আমাদের সেনাবাহিনীকে সাহায্য করে তখন তারা কেবল সিরীয় নাগরিক নয়, রুশ নাগরিকদের নিরাপত্তায়ও কাজ করে। সিরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, মার্কিনিরা কোনো যুদ্ধ বাধানোর আগেই ওই যুদ্ধে কত কর্মসংস্থান সৃষ্টি হবে, তার হিসাব করে। অন্যদিকে রাশিয়া নিজের নাগরিকদের সুরক্ষা, দেশের অবস্থান, রাজনৈতিক ভারসাম্য, বিশ্বে সামরিক ভারসাম্য, বিরাট দেশ হিসেবে রাশিয়ার মর্যাদা সবকিছুই বিবেচনা করছে। দীর্ঘ সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশে চলমান যুদ্ধ, রাশিয়ার সঙ্গে সহযোগিতা এবং গত মাসে সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, খান শায়খুনে রাসায়নিক হামলার অভিযোগ তদন্তে সিরিয়ার পক্ষ থেকে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আমাদের আমন্ত্রণের কোনো জবাব জাতিসংঘ এখনো দেয়নি। যুক্তরাষ্ট্রের অনিচ্ছার কারণে জাতিসংঘ অথবা অন্য কোনো পক্ষ সেখানে তদন্ত করতে আসছে না। পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত। শায়রাত বিমানঘাঁটিতে হামলার অজুহাত হিসেবে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে সিরিয়ার আলোচনা হচ্ছে কিনা, জানতে চাইলে বাশার আল আসাদ হ্যাঁ-সূচক জবাব দেন। এমএনএ, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ