Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের উপদেষ্টারাই ছিলেন রুশ হস্তক্ষেপের মাধ্যম

সন্দেহভাজন হিসেবে নাম উল্লেখ করা হয়েছে কার্টার পেজের

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পেছনে খোদ ট্রাম্পের উপদেষ্টাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দাদের বরাতে সিএনএন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে গত শনিবার। এতেই এ দাবি করে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের উপদেষ্টাদের মাধ্যমে হস্তক্ষেপের চেষ্টা করেছে ক্রেমলিন। সন্দেহভাজন হিসেবে নাম উল্লেখ করা হয়েছে কার্টার পেজের। তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতিবিষয়ক সহযোগী হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছে। তাদের প্রাথমিক তদন্তেই ট্রাম্পের উপদেষ্টাদের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। সম্ভাব্য সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে কার্টার পেজের নাম। প্রসঙ্গত, গত বছর মস্কোর একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন কার্টার পেজ। এসময় তিনি রাশিয়ার প্রতি ওবামা প্রশাসনের গৃহীত নীতির তীব্র সমালোচনা করেন। তার এ বক্তব্য আমলে নিয়ে তদন্ত শুরু করে এফবিআই। প্রাথমিক তদন্তে তার রুশ সংশ্লিষ্টতা ও দেশটির গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে। তবে ক্রেমলিনের এ উদ্যোগে কার্টার পেজ জেনে-বুঝেই ভূমিকা রেখেছিলেন কি না, তা স্পষ্ট নয়। গোয়েন্দারা মনে করছেন, তিনি না জেনেই রুশ এজেন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এমনটা ভাবা যৌক্তিক নয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এদিকে কার্টার পেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি প্রতিবেদনের পুরোটা পড়েছি। এটা আমাকে আহত করেছে। এ বিষয়ে আমার বিস্তর প্রশ্ন আছে। আমার মনে হয়েছে, এ অভিযোগ পুরো মাত্রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ প্রতিবেদন আমাদের পেছনের দিকে নিয়ে যাবে। প্রসঙ্গত, শুধু কার্টার পেজই নন ট্রাম্পের আরো বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে ক্রেমলিনের গোপন যোগাযোগ ছিল বলে প্রমাণ মিলেছে। গত নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এ যোগাযোগ ভিন্ন মাত্রা পায়। নির্বাচনে রুশ হস্তক্ষেপের সুযোগ অবারিত হয়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ