মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্যারিস হামলা বড় ধরনের প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে এক বার্তায় এ মন্তব্য করেন তিনি। প্যারিসে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পর টুইটারে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, প্যারিসে আরেকটি সন্ত্রাসী হামলা। ফ্রান্সের জনগণ এ ধরনের হামলা বেশি দিন সহ্য করবে না। প্রেসিডেন্ট নির্বাচনে এর বড় ধরনের প্রভাব পড়বে! গত বৃহস্পতিবার প্যারিসে সন্ত্রাসী হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন আরো দুজন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আগামী রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে এ ধরনের সন্ত্রাসী হামলা দেশটির জনগণকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের শেষ মুহূর্তে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হামলার পর নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী লু পেন, ইমানুয়েল ম্যাকরন ও রক্ষণশীল প্রার্থী ফ্রাসোয়া ফিয়োঁ গত শুক্রবার তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেন। উল্লেখ্য, ২০১৫ সালের সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। সে সময় হামলায় ২৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।