Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালয়েশিয়ার এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০’র ধ্বংসাবশেষের নতুন করে সন্ধান পাওয়ার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ভারত মহাসাগরের দক্ষিণে প্রধান অনুসন্ধান অঞ্চলের উত্তরে এটি সনাক্তের ইঙ্গিত দিয়েছেন।২০১৪ সালে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ফ্লাইটটি নিখোঁজ হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন গত জানুয়ারি মাসে বিমানটি অনুসন্ধানে গঠিত তাদের মিশনের সমাপ্তি ঘোষণা করে। সম্ভাব্য সনাক্তের স্থানটি ভারত মহাসাগরের দক্ষিণে এর আগের অনুসন্ধান জোনের প্রায় ২৫ হাজার বর্গ কিলোমিটার (৯ হাজার ৭শ’ বর্গ মাইল) উত্তরে অবস্থিত একটি এলাকা। এএফপি।
সিরিয়ায় মার্কিন কমান্ডো হামলায় আইএসের জিহাদি নিহত
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় মার্কিন সৈন্যরা কমান্ডো অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষস্থানীয় সদস্যকে হত্যা করেছে। সামরিক কর্মকর্তারা একথা জানান। সিরিয়ার পূর্বাঞ্চলের মায়াদিন শহরের কাছে এই হামলা চালানো হয়। আব্দুররাকমন উজবেকি নামের ওই লোকটির বাড়ি উজবেকস্থানে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সৈন্যরা জানিয়েছে, আইএস নেতা আবু বাকার আল-বাগদাদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইংরেজি নববর্ষ বরণকালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলার পেছনে তার মুখ্য ভ‚মিকা ছিল। ওই ঘটনায় ৩৯ জন প্রাণ হারায়। তুরস্কের পুলিশ ওই হামলার প্রধান সন্দেহভাজন আব্দুলকাদির মাশারিপোভকে ১৭ জানুয়ারি গ্রেফতার করে। এএফপি।
শেয়ার বাজারে লাভের আশায় বাসে হামলা
ইনকিলাব ডেস্ক : বরুসিয়া ডর্টমুন্ডের শেয়ারের দাম কমে গেলে লাভবান হবেন এই আশায় জার্মানির ক্লাব ফুটবল দলটির খেলোয়াড়দের বহনকারী বাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সন্দেহ প্রসিকিউটরদের। বার্তা সংস্থা রয়টাসের খবরে বলা হয়, ডর্টমুন্ডের বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তিকে টুবিনেন শহর থেকে গ্রেপ্তার করা হয়। ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জার্মানি ও রাশিয়ার দ্বৈত নাগরিক ২৮ বছরের সার্গেই ভি হামলার আগে ‘পুট অপশনে’ বরুসিয়া ডর্টমুন্ডের শেয়ার কিনেছিলেন। ফেডারেল প্রসিকিউটর প্রধান বলেন, হামলার দিনই সন্দেহভাজন ওই ব্যক্তি ভোক্তা ঋণ নিয়ে পুট অপশনে ১৫ হাজার শেয়ার কিনে সেগুলো বাজারে ছেড়ে দেন। সে ভেবেছিল, যদি বরুশিয়া ডর্টমুন্ডের শেয়ারের দাম দ্রæতগতিতে পড়ে যায় তবে সে প্রাথমিক বিনিয়োগের কয়েকগুণ বেশি লাভ তুলে নিতে পারবে। হামলায় কোনো খেলোয়াড় গুরুতর আহত হলে বা মারা গেলে স্বাভাবিক ভাবেই ডর্টমুÐের শেয়ারের দাম পড়ে যেত বলেও মনে করেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ