Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিমানবাহী রণতরীতে নামার সময় মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ইউএসএস কার্ল ভিনশনে অবতরণের সময় একটি এফ-এ ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের পূর্ব মুহূর্তেই জেট বিমানটিতে সমস্যা দেখা দেয় বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে পাইলটকে খুব সন্তর্পণে উদ্ধার করা সম্ভব হয়। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত শুক্রবার উত্তর কোরিয়ার অদূরবর্তী ফিলিপাইনের সন্নিকটে অবস্থানকারী ইউএসএস কার্ল ভিনশনে অবতরণ সময় জেটটিতে সমস্যা দেখা দিলে শেষ পর্যন্ত আশা ছেড়ে দেন পাইলট। এর পরপরই ভেঙে পড়ে ফাইটার জেটটি। বিধ্বস্ত জেট থেকে নিরাপদ স্থানে বেরিয়ে আসেন পাইলট। এরপর তাকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে ফিলিপাইনের দক্ষিণে সেলিবস সমুদ্রে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানা গেছে। কার্ল ভিনশনের চিকিৎসকদের দলই পাইলটের চিকিৎসার বিষয়টি দেখাশোনা করছে। যদিও সেই পাইলট গুরুতরভাবে আহত হননি। ফক্স নিউজ, ওয়ান নিউজ নেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ