Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রভান্ডারে এখনো রাসায়নিক অস্ত্র রেখেছে সিরিয়া : ম্যাট্টিস

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস বলেছেন, সিরিয়া যে এখনও রাসায়নিক অস্ত্র রেখেছে তাতে কোনও সন্দেহ নেই। এ অস্ত্র আবারও নিজ জনগণের ওপর প্রয়োগ না করার ব্যাপারে সিরিয়াকে সতর্কও করে দিয়েছেন ম্যাট্টিস। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ম্যাট্টিস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই যে, সিরিয়া চুক্তি লঙ্ঘন করে রাসায়নিক অস্ত্র হাতে রেখেছে এবং এগুলো সবই সরানো হয়েছে বলে বিবৃতিও দিয়েছে। এ অস্ত্রগুলো সব ক‚টনৈতিক পন্থায় সরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে সিরিয়ায় এখনও কি পরিমাণ রাসায়নিক অস্ত্র আছে বলে মনে করেন সে সম্পর্কে ম্যাট্টিস কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবিসি জানায়, ইসরাইলের প্রতিরক্ষা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তাদের গোয়েন্দা তথ্যমতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ১ থেকে ৩ টন নিষিদ্ধ অস্ত্র রেখেছেন। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে রাসায়নিক অস্ত্র হামলার জবাবে সিরীয় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর ম্যাট্টিস এমন মন্তব্য করলেন।
গত ৪ এপ্রিলে ইদলিবে চালানো রাসায়নিক হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে। তবে সিরিয়া প্রেসিডেন্ট আসাদ এ অভিযোগ ১শ’ ভাগ অতিরঞ্জিত বলে দাবি করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাট্টিস সিরিয়া সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে রাসায়নিক অস্ত্র হস্তান্তর বিষয়ক ২০১৩ সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেন। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন এ সপ্তাহে বলেছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার শিকার হওয়াদের নমুনা পরীক্ষার ফলে প্রশ্নাতীতভাবে নার্ভ গ্যাস সারিন বা এ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সিরিয়ার মিত্র রাশিয়া বলেছে, বিদ্রোহীদের একটি ঘাঁটিতে সিরিয়ার বিমান হামলার কারণে সেখানে মজুদ থাকা রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। তবে আন্তর্জাতিক সম্প্র্রদায়ের অনেকেই এমন যুক্তি প্রত্যাখ্যান করেছে। জেমস ম্যাট্টিস বলেছেন, সিরিয়া সরকার সাম্প্রতিক সময়ে তাদের জঙ্গিবিমানগুলোও সরিয়ে নিয়েছে। রাশিয়ার একটি বিমানঘাঁটিতে সিরিয়া বাহিনীর জঙ্গিবিমানগুলো সরিয়ে নেওয়ার খবরের ব্যাপারে ম্যাট্টিসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সম্প্রতি সিরিয়া বিমানগুলো সরিয়ে নিয়েছে এতে কোনও সন্দেহ নেই। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ