মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন ও রাশিয়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা থেকে বিমান বাহিনী ও ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রেখেছে চীন। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতি সামাল দিতেই চীন তার বাহিনী প্রস্তুত রেখেছে। এছাড়া যুদ্ধ শুরুর আশঙ্কায় নিজেদের সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। মার্কিন কর্মকর্তা আরো জানান, চীনা সামরিক বাহিনীর প্রচুর সংখ্যক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে। উত্তর কোরিয়ায় কোনো সংঘাত সৃষ্টি হলে তার মোকাবিলা করতে যাতে দেরি না হয়, সেজন্যই চীন সম্প্রতি এ পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। এদিকে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, চীনের বিমান বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তার ধারণা রয়েছে। তবে এ ব্যাপারে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। এর আগে চীন উত্তর কোরিয়া সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন রেখেছে বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্ব›েদ্বর জেরে কোরীয় উপদ্বীপে যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর আশঙ্কায় নিজেদের সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়াও। সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে ট্যাংকসহ যুদ্ধ সরঞ্জাম। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাতিসংঘ এর তীব্র নিন্দা জানিয়ে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এর পরই সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে রাশিয়া। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।