Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমের চেয়ে বেশি বিপজ্জনক ট্রাম্প

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি বিপদজনক। এমনটা বলেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। এতে ইঙ্গিত মিলছে যে, যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের প্রতি মস্কোর যে দৃষ্টিভঙ্গি ছিল তার পরিবর্তন ঘটেছে। ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পরে রাশিয়ার মিডিয়া ভূয়সী প্রশংসা করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে দু’দেশের মধ্যে দৃশ্যত বিরোধ দেখা দিয়েছে। এ বিষয়ে সাংবাদিক হ্যারিয়েট অ্যাগারহোম লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে বোমা সবচেয়ে বড় বোমা ফেলার পর থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের অবস্থান থেকে সরে যেতে থাকে। অভিযোগ করা হয় জোর করে ক্রিমিয়া দখল করেছে মস্কো। রাশিয়া আরো অভিযোগ করে, তাদের মিত্র বাশার আল আসাদের সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
ক্রেমলিনপন্থি সংবাদ পাঠক দমিত্রি কিসলিয়ভ তার সাপ্তাহিক টিভি শো ‘ভেস্তি নেদেলি’তে বলেছেন, বিশ্ব পারমাণবিক যুদ্ধের উষ্ণ শ্বাস অনুভব করছে। দু’জন ব্যক্তির মধ্যকার বিরোধের ফলে যুদ্ধ শুরু হতে পারে। তারা হলেন ডনাল্ড ট্রাম্প ও কিম জং উন। তারা দু’জনেই ভয়ানক। কে বেশি বিপদজনক? এ প্রশ্ন করে তিনিই উত্তর দেন- সবচেয়ে বেশি বিপদজনক হলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতার চেয়ে ট্রাম্প অনেক বেশি আবেগী ও অনিশ্চিত। তিনি আরো বলেন, এই দু’জনের মধ্যেই আন্তর্জাতিক অভিজ্ঞতার সীমাবদ্ধতা রয়েছে। আছে অনিশ্চয়তা। তবে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। দমিত্রি কিসলিয়ভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে কম ভীতি রয়েছে কিম জং উনের মধ্যে। কারণ, কিম আলোচনার জন্য প্রস্তুত। তিনি অন্য কোনো দেশে হামলা চালাননি। এমনকি যুক্তরাষ্ট্রের উপক‚লে কোনো নৌ সমরাস্ত্র পাঠাননি। তবে তার এ বক্তব্যের সঙ্গে ক্রেমলিন অর্থাৎ সরকারের বক্তব্যের মিল রয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ। তিনি বলেছেন, কিসলিয়ভের অবস্থার কাঠাকাছি। তবে তা সব সময় নয়। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ