বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : পারিবারিক কলহের জের ধরে নিজ মেয়ের জামাইয়ের এলোপাথাড়ি দায়ের কোপে শাশুড়ি ফাতেমা বেগম (৫০) নিহত হয়েছে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত নয়টার দিকে নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোবারকপুর গ্রামের আব্দুল কাদেরের বোবা মেয়ে রিনা আক্তারের (১৫) সাথে ৭ বছর পূর্বে একই গ্রামের মৃত জব্বার আলীর পুত্র আলমগীরের (২৮) বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই সংসারের অভাব অনটন নিয়ে আলমগীরের সাথে স্ত্রী রিনা আক্তার ও শাশুড়ি ফাতেমা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে জামাতা আলমগীর গত মঙ্গলবার রাতে দা দিয়ে কুপিয়ে শাশুড়ি ফাতেমা বেগমকে নৃশংসভাবে খুন করে।
প্রত্যক্ষদর্শী ৮ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, ফাতেমা বেগম গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ীর পাশ্ববর্তী সবুজের মনোহারী দোকানে গুল কিনতে আসলে মেয়ের জামাই আলমগীর হঠাৎ দৌড়ে এসে তাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। শাশুড়ির চিৎকারে উপস্থিত লোকজন এগিয়ে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে বাংলা বাজারের কাছে তার মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আলম খুনের সত্যতা স্বীকার করে বলেন, এস আই আকরাম ও এস আই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবারকপুর গ্রামে সারা রাত অভিযান চালিয়ে ভোরের দিকে একটি ঘরে আত্মগোপনে থাকা আলমগীরকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।