নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আসরে পদকজয়ী নিজেদের ২০৪ জন ক্রীড়াবিদ ও কোচকে পুরস‹ৃত করবে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ২০১৬ সালে বিভিন্ন ডিসিপ্লিনে যারা পদক জিতেছেন তারাই পাবেন এই এই পুরস্কার পাবেন। আগামী পরশু (সোমবার) খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি কার্যালয়ে সবাইকে অর্থ পুরস‹ার দিয়ে সম্মানিত করবে সার্ভিসেস দলটি ।
দেশের অন্য সব বাহিনীর মতো ক্রীড়াক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের ধারাবাহিকতায় রয়েছে আনসার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সার্ভিসেস দলের ক্রীড়াবিদদের পদক জয় উল্লেখ করার মতই। আনসারেরই নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত গেল বছর গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এখন দেশের ক্রীড়াঙ্গনে তিনি বড় তারকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার পেয়ে যিনি আজ ভাড়ার টিনের ঘর ছেড়ে উঠেছেন উত্তরায় নিজস্ব ফ্ল্যাটে। এছাড়াও বিভিন্ন ডিসিপ্লিনে আরও তারকা খেলোয়াড় রয়েছে আনসারের। যারা গেল বছর আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতে দেশকে সম্মানিত করেছেন। পাশাপাশি ঘরোয়া আসরেও পদক জয় করে নিজ বাহিনীর সুনাম বাড়িয়েছেন। যে কারণে এমন ক্রীড়াবিদদের জাঁকজঁমক আয়োজনের মধ্যদিয়ে পুরস্কৃত করছে আনসার কর্তৃপক্ষ। বিশ্বস্ত সূত্র জানায়, ২০৪ জন ক্রীড়াবিদ ও কোচদের মোট ১৩ লাখ ২১ হাজার তিনশ’ ৮২ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। এদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ৬৯ স্বর্ণজয়ীদের ১২ হাজার, ৫৩ রুপা জয়ীদের সাত এবং ২২ ব্রোঞ্জপদক জয়ীদের ছয় হাজার টাকা করে দেয়া হবে। এ প্রসঙ্গে আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) নিমাই কুমার দাস বলেন, ‘ক্রীড়াবিদরা সব সময়ই আমাদেরকে পদক এনে দেন। তবে তাদের মধ্যে উৎসাহ আরও বাড়াতে চাই আমরা। যে কারণে অর্থ পুরস‹ার দেয়ার এই উদ্যোগ।’ সংস্থাটির ক্রীড়া কর্মকর্তা রায়হান ফকির বলেন, ‘এর আগেও আমরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করেছি। তবে তা ছিল অনেকটা নিরবেই। এবারই প্রথম ঘটা করে তাদের পুরস্কার দেয়া হচ্ছে। আশাকরি এমন উদ্যোগে দেশ-বিদেশে পদক জিততে আরও বেশি উৎসাহিত হবেন ক্রীড়াবিদরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।