Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কর্মকর্তাদের আন্দোলনে ইবি ভিসি অবরুদ্ধ

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইবি সংবাদদাতা : বেতনকাঠামো বৃদ্ধির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সহযোগী অধ্যাপকের সমমানের বেতন স্কেল এবং চাকরির বয়সসীমা ৬২ বছর করার দাবিতে তারা ভিসিকে অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে।
জানা যায়, বেতনকাঠামো বৃদ্ধির দাবিতে ছয় দিন যাবৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আন্দোলন করে আসছেন। গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে কর্মকর্তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে আজ বুধবারের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ভিসির সাথে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বৈঠক করে। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে বৈঠক শেষে তাদের দাবির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে কর্মকর্তারা বেলা সাড়ে ১২টার দিকে ভিসি অফিসের সামনে অবস্থান নেন। এসময় আন্দোলনরত কর্মকর্তারা ভিসি-বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়। কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ‘আমাদের দাবি বেতন নিয়ে। প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মকর্তাদের আন্দোলনে ইবি ভিসি অবরুদ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ