Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটা ভয়াবহ সন্ত্রাসী ঘটনা : ট্রাম্প

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সফররত ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে দেওয়া এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের দেশের পক্ষ থেকে আমরা ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। হামলা প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাচ্ছে, সেখানে আবারও একই ঘটনা ঘটেছে। এটা এক ভয়াবহ ঘটনা। এটিকে জঙ্গি হামলা বলেই মনে হচ্ছে। এ নিয়ে আপনি কী বা বলতে পারেন? এটা শেষ হওয়ার নয়। আমাদের আরও শক্তিশালী হতে হবে। আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আর এ কথা আমি বহুদিন ধরেই বলে আসছি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, দেখা যাচ্ছে, সেখানে (প্যারিসে) ফের একই ঘটনা ঘটেছে। এটা ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা। এটা নিয়ে আপনি আর কী বলতে পারেন? এটা শেষ হওয়ার নয়। আমাদের আরো শক্তিশালী হতে হবে। সবসময় সজাগ থাকতে হবে। আর এ কথা আমি বহুদিন ধরেই বলে আসছি। এসময় তিনি ফ্রান্সের জনগণের পাশে থাকার কথা জানান। দেশটির প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার প্যারিসে এ হামলার ঘটনা ঘটে। নিহত হামলাকারী উগ্রপন্থার সঙ্গে জড়িত ছিলেন এবং এর আগেও পুলিশের ওপর হামলা করেছেন বলে ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জাতির উদ্দেশে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এক ‘সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছেন। সিএনএন, রয়টার্স।
সাইকেল চালানো মানুষের যেকোনো রোগে আক্রান্ত হয়ে অসময়ে মৃত্যুর ঝুঁকিও কমে ৪১ শতাংশ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ