Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগেই হামলার হুমকি উ. কোরিয়ার

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্যাপক শক্তিশালী আগাম হামলা চালানো হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির পথ খোঁজা হচ্ছেÑ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এমন মন্তব্যের পর উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম এ সতর্কতার বার্তা প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে কঠোর পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ঘনিষ্ঠ ও একমাত্র মিত্র চীনকে উপেক্ষা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা না মেনে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রডং সিনমানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনো কারণে আমরা পরাক্রমশালী আগাম আক্রমণ শুরু করি, তবে কেবল দক্ষিণ কোরিয়া ও এর চতুর্পার্শ্বে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনই নয়, মূল মার্কিন ভূমি তাৎক্ষণিকভাবে ধ্বংস হবে এবং ছাইয়ে পরিণত হবে। উত্তর কোরিয়া নিয়মিতভাবেই জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়ে আসছে। রোববার একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরও কোনো আপসের সুযোগ রাখছে না দেশটি। এর আগের দিন শনিবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত প্যারেডে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ব্যর্থ পরীক্ষার পর ওয়াশিংটনে টিলারসন সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার বিষয়ে সব অবস্থান বিবেচনা করে দেখা হচ্ছে। সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে অন্যান্য বিষয় বিবেচনা করা হচ্ছে, যাতে করে আমাদের সঙ্গে আলোচনায় যাওয়া নিয়ে পিয়ংইয়ংয়ের ওপর চাপ তৈরি করা যায়। তবে আগে যেভাবে আলোচনা হয়েছে, এবার তার চেয়ে ভিন্নভাবে আলোচনা হবে। এশীয় মিত্র দেশগুলো সফরকালে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও টিলারসনের মনোভাব পুনর্ব্যক্ত করেছেন।রয়টার্স, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ