মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসলামাবাদে শাস্তি ঘোষিত আটক ভারতীয় গুপ্তচর কুলভ‚ষণ যাদবের মৃত্যুদন্ড কার্যকর করা হলে পাকিস্তানকে ১৬ টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিজেপির সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী। গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, দিল্লির কন্সটিটিউশনাল ক্লাবে সাবেক বিজেপি নেতা ও আরএসএস প্রচারক গোবিন্দাচার্যের পক্ষ থেকে ভারত গৌরব প্রচারাভিযান চালানোর সময় স্বামী বলেন, বর্তমানে পাকিস্তান দুই টুকরো হয়েছে। যদি তারা কুলভ‚ষণকে ফাঁসি দেয় তাহলে তাদের চার টুকরো করে দেয়া হবে। তাতেও যদি তারা অসাধু কাজকর্ম থেকে বিরত না হয় তাহলে তাদের ১৬ টুকরো করা হবে। দিল্লিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সুব্রমনিয়াম স্বামী বলেন, হিন্দুস্তান (ভারত) কেবলমাত্র হিন্দুদের। যদিও ভারতীয় মুসলিম ও খ্রিস্টানরা আগে হিন্দু ছিলেন। যেসব মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, তাহলে হিন্দুস্তান তাদেরও। কাশ্মির থেকে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে ডিব্যুগড় পর্যন্ত মানুষের ডিএনএ একই দাবি করে তিনি বলেন, ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার তারতম্যের জন্য লোকদের রং পরিবর্তন হলেও বাস্তব এটাই যে সমস্ত লোকই হিন্দু সংস্কৃতির। পার্স টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।