মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনে ঘোষিত আগাম নির্বাচন স্কটল্যান্ডের স্বাধীনতার সুযোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ, ব্রিটেনের আগাম নির্বাচনে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) কিছু সমর্থন হারাতে পারে। তবে তা স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেনের আহŸানকৃত স্বাধীনতা-বিষয়ক গণভোটের সম্ভাবনাকে চাঙ্গা করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসএনপি নেতা স্টারজেন বলেন, ৮ জুন নির্বাচনে যদি তিনি অধিকাংশ আসনে জয়লাভ করেন, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে’র গণভোটের বিরোধিতা ধুলোয় মিশে যাবে। ২০১৫ সালে স্কটল্যান্ডের ৫৯ আসনের মধ্যে এসএনপি ৫৬টিতে জয়লাভ করে। এবারের নির্বাচনেও সে সাফল্যের ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ২০১৪ সালে স্বাধীনতা নিয়ে আয়োজিত একটি গণভোটে ব্রিটেনের সঙ্গেই থেকে যাওয়ার পক্ষে মত দেয় স্কটিশরা। এ পরিপ্রেক্ষিতে স্টারজেন জানান, তিনি স্বাধীনতা বিষয়ে দ্বিতীয় একটি গণভোট চান, কারণ পরিস্থিতির বদল ঘটেছে এবং অনিচ্ছা সত্তে¡ও স্কটল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। গত বছর জুনে ব্রেক্সিট নিয়ে গণভোটে স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দেয়। কিন্তু ব্রিটিশ সরকারের অনুমোদন ছাড়া দ্বিতীয় গণভোট আয়োজন করতে পারবে না স্কটল্যান্ড। এ বিষয়ে মে জানিয়েছেন, আরেকটি গণভোটের জন্য এটি সঠিক সময় নয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।