Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাসাঞ্জকে গ্রেফতার করতে চায় যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী আলোচিত গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতারকে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে বলে জানালেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। অ্যাসাঞ্জ প্রশ্নে ট্রাম্প প্রশাসনের অবস্থান কী হবে তা নিয়ে নানা বিতর্কের পর অবশেষে গত বৃহস্পতিবার এ কথা জানান তিনি। মার্কিন কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এমন ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল। গত বৃহস্পতিবার টেক্সাসের এল পাসোতে একটি সংবাদ সম্মেলন করেন জেফ সেশনস। সেসময় তার কাছে জানতে চাওয়া হয়, অ্যাসাঞ্জকে চূড়ান্তভাবে গ্রেফতারকে মার্কিন বিচার বিভাগ প্রাধান্য দিচ্ছে কিনা। জবাবে সেসশনস বলেন, আমরা আমাদের প্রচেষ্টা জোরালো করতে যাচ্ছি এবং এরইমধ্যে সবগুলো ফাঁসের ঘটনায় আমরা পদক্ষেপ জোরালো করেছি। সিএনএন, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ