পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা আদালত ও দুদকের বিষয়। আওয়ামী লীগের কয়েকজন এমপি-মন্ত্রীর বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। কক্সবাজারের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। সাক্কুর বিষয়টিও পুরোপুরি দুদক ও আদালতের বিষয়। সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কুমিল্লা সিটি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, নারায়ণগঞ্জের ধারাবাহিকতায় কুমিল্লায়ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করা। এখন এখানে যিনি মেয়র হয়েছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে এবং ওই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন তাহলে আমাদের কিছুই করার নেই। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার ভুক্ত।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিন আগে এই দেশেই আইপিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশে যদি গণতন্ত্র না থাকত তাহলে আইপিও সম্মেলনের জন্য তারা বাংলাদেশকে বেছে নিতেন না। ওবায়দুল কাদের বিএনপির প্রসঙ্গে বলেন, কারফিউ গণতন্ত্রের মাধ্যমে বিএনপি তাদের রাজনীতি শুরু করেছে। এখন দলটি গণতন্ত্র উদ্ধার করতে চাইছে। মানুষ পুড়িয়ে তো গণতন্ত্র উদ্ধার করা যায় না। গণতান্ত্রিক দেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তাদের সাংবিধানিক অধিকার। গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছিল এবার তারা সেই ভুলের পুনরাবৃত্তি করবে না বলে আমার বিশ^াস।
ফুট ওভারব্রিজ উদ্বোধনের সময় ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, প্রকল্প ব্যবস্থাপক মাসুম সারওয়ার, সওজ-কুমিল্লার তত্ত¡াবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিনসহ সওজ ও চারলেন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।