পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী মূর্তি অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমআ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর সড়কে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
মহাসমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবেশে যোগ দিতে গতরাতেই নেতাকর্মীরা সারাদেশ থেকে সড়ক পথ, রেলপথ ও নদীপথে ইতিমধ্যে বাস, লঞ্চ ও রেলযোগে রওয়ানা করেছেন। মহাসমাবেশ সফলের আহŸান : সুপ্রিমকোর্টের সামনে নির্মিত গ্রিক দেবী মূতি অপসারণের দাবিতে আহুত আজকের জাতীয় মহাসমাবেশ সফলের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলাহ আল-মাদানী, নায়েবে আমির ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহŸায়ক মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতিতে মহাসমাবেশ সফলের আহŸান জানিয়েছেন।
মহাসমাবেশ সফলের জন্য বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে দিয়েছেন। বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মওলানা ঈসা শাহেদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মোহাম্মদ মোশাররফ হোসেন, উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল শেখ মোঃ সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আশরাফ আলী আকন, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেক আতিয়ার রহমান, সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহŸায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, সদস্য সচিব এবিএম জাকারিয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহŸায়ক আলামা নুরুল হুদা ফয়েজী ও সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, মহাসচিব মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি জেনারেল কেএম আতিকুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।