গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শতবর্ষী আব্দুল্লাহ- হেল বাকীসহ সাতক্ষীরার চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দিবেন আগামী ৯ মে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আদেশের এই দিন ধার্য্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, আসামিপক্ষে আব্দুস সাত্তার পালোয়ান। পরে জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানিয়েছেন, একজন বিচারপতি না থাকায় আদেশের এই নতুন দিন ধার্য্য করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন-খলিলনগর থানার বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল, খান রোকনুজ্জামান, জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান। এর মধ্যে আব্দুল খালেক মন্ডল আগেই গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। চলতি বছর ১৭ মার্চ গ্রেফতার হওয়ার পর ১৯ মার্চ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন আব্দুল্লা-হেল বাকী। অন্য দুই আসামি পলাতক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।