Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা মাইন উদ্দিন প্রকাশ রিয়াদকে (৩০) বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে এলোপাতাড়ি কিলঘুষি মেরে ও খুরদিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত একদল মুখোশধারী সন্ত্রাসী। বুধবার রাত ৮টার দিকে ছমির মুন্সির হাটবাজার সংলগ্ন ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চৌধুরী) স্কুলের মাঠে এ ঘটনা ঘটে। রিয়াদ কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ আবুল কালাম আজাদের ছেলে। রিয়াদ জানায়, বুধবার রাত ৮টার দিকে এক যুবক নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে সে বিপদে পড়েছে বলে সাহায্য করার জন্য ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসার অনুরোধ করে। রিয়াদ তার কথায় সাড়া দিয়ে বিদ্যালয়ের মাঠে পৌঁছা মাত্র ৫/৬ জনের মুখোশধারী একদল যুবক তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি কিলঘুষি মেরে ও খুর দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ছমির মুন্সিরহাট সেবা হাসপাতালে এনে ভর্তি করান। পরে তাকে উন্নিত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থান্তাতর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ