Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মন্ত্রীদের গাড়িতে লালবাতি নিষিদ্ধ

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভিআইপি প্রটোকলের নামে লালবাতি ও সাইরেন ব্যবহার করায় রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। ১ মে থেকে ভারতের প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের অন্যান্য ভিআইপি- কেউই আর গাড়িতে লালবাতি ব্যবহার করতে পারবেন না। তবে শুধু জরুরি সেবায় নিয়োজিত গাড়িতে নীলবাতি ব্যবহার করা যাবে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি নিজের গাড়ি থেকে লালবাতি সরিয়ে নিয়ে লালবাতির সংস্কৃতি নিষিদ্ধের ঘোষণা দেন। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। এই সরকার ভিআইপিদের বিশেষ বাতি ও সাইরেন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করছে। এরপর ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও জানান, কেন্দ্র বা রাজ্য সরকারের কেউ লালবাতি ও সাইরেন ব্যবহার করতে পারবেন না। এর কোনো ব্যতিক্রম করতে পারবেন না কেউ। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ