Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালালের খোঁজ শুধু খাবারে, আয়ের বেলায় নয়

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : খাদ্য হালাল কিনা তা নিয়ে মুসলিমদের যতটুকু উদ্বেগ, আয়ের বৈধতা নিয়ে তাদের ততটুকু মাথাব্যথা নেই বলে খেদ প্রকাশ করেছেন মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী দাতুক ড. আসিরাফ ওয়াজদি দাসুকি। তিনি বলেন, মানুষ ইসলামকে যেমন শুধু উপাসনার সঙ্গে সম্পৃক্ত করে দেখে, তেমনি শুধু ভোগের ক্ষেত্রে হালাল-হারামের বিচার করে। গত বুধবার রাজধানী কুয়ালালামপুরে ইসলামি আর্থিক প্রতিষ্ঠান ও অনুদান নিয়ে এক সেমিনারের উপস্থাপনায় এসব কথা বলেন বলে মালয় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে। আসিরাফ বলেন, হালাল খাদ্য ও হালাল লেবেল নিয়ে উদ্বেগ ব্যাপক। কিন্তু, ওই হালাল খাদ্য যে টাকা দিয়ে কেনা হচ্ছে তা কোথা থেকে এলো সে বিষয়ে একই ধরনের উদ্বেগ দেখা যায় না। এই সিনেটর বলেন, যখন গোশত খাওয়ার বিষয় সামনে আসে, তখন পশু শরিয়া মোতাবেক জবাই করা হয়েছে কি না তা নিয়ে খুব উদ্বেগ দেখা যায়। গোশত ক্রয়ের অর্থ নিয়ে ততটা উদ্বেগ হয় না। যে টাকা দিয়ে তারা খাবারটা কেনে, তা যদি লগ্নি, সুদ, দুর্নীতি থেকেও আসে তাতে তাদের যায় আসে না। এটাই আমাদের আজকের সমাজের চরম বাস্তব চিত্র, বলে উল্লেখ করেন আসিরাফ। মালয় অন লাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ