Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকার্তার সেই গভর্নর নির্বাচনে হেরে গেছেন

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর নির্বাচনে বিশাল ব্যবধানে মুসলিম প্রার্থীর কাছে হেরে গেছেন ক্ষমতাসীন প্রার্থী বাসুকি জাহাজা পুরনামা। একাধিক বেসরকারি জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। মুসলিমপ্রধান ইন্দোনেশিয়ায় কোরআনের অবমাননার অভিযোগে জাকার্তার প্রথম খ্রিস্টান গভর্নর পুরনামার জনপ্রিয়তায় ভাটা পড়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও আগামী মাসের আগে সরকারিভাবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে না। তবে নমুনা ভোট গণনার মাধ্যমে বেসরকারি জরিপ সংস্থাগুলো যে ফল প্রকাশ করে, তা সচরাচর নির্ভুল হয়ে থাকে। বেসরকারি জরিপ অনুযায়ী, প্রতিদ্ব›দ্বীর চেয়ে ১০ শতাংশ পয়েন্ট পিছিয়ে আছেন পুরনামা। তবে নির্বাচনে মুসলিম প্রার্থী আনিস বাস্বেদান জয়লাভ করায় ধর্মনিরপেক্ষ মুসলিম রাষ্ট্রের খেতাব হারাল ইন্দোনেশিয়া। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী বাস্বেদানের বিরুদ্ধে অভিযোগ, ভোট পাওয়ার আশায় কট্টরপন্থী মুসলিম দলগুলোর সহায়তা গ্রহণ করেন তিনি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ