Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট কমাচ্ছে এমিরেটস

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে সংশ্লিষ্ট দেশগুলো থেকে মার্কিন মুলুকে ভ্রমণকারীর সংখ্যা ব্যাপক মাত্রায় কমে গেছে। আর এর জেরে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের বড় ৫টি শহরে পরিচালিত ফ্লাইটের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস। এমিরেটসের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সরকার ভিসা ইস্যু ও যাত্রা পথের নিরাপত্তা সংক্রান্ত কঠোর নীতিমালা প্রনয়ন করায় গত ৩ মাসে মধ্যপ্রাচ্য থেকে দেশটিতে ভ্রমণকারীর সংখ্যা অনেক কমেছে। এ কারণে সংস্থাটি যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আসছে মে মাস থেকেই পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। মে মাসের শুরুতে ফ্লোরিডা ও ওরল্যান্ডো রুটে উড়োজাহাজ চলাচল কমবে। এরপর জুনে কমানো হবে সিয়াটল ও বোস্টন রুটের ফ্লাইট। পরে জুলাই নাগাদ লস অ্যাঞ্জেলস রুটের উড়োজাহাজ সংখ্যাও কমবে। ক্ষমতা নেয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে ৭টি ও পরে ৬টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। এ তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন রয়েছে। যদিও আদালতের আদেশে এ নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত আছে। কিন্তু মাঝে মাঝেই বিমানবন্দরে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের হয়রানির তথ্য পাওয়া যায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ