Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার বোমারুর মুখোমুখি মার্কিন জঙ্গি বিমান

| প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আলাস্কা উপক‚লে দুটি রুশ টিইউ-৯৫ বোম্বারকে ইন্টারসেপ্ট করার কথা জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড)। একজন মার্কিন কর্মকর্তার দেয়া তথ্য অনুসারে, কোডিয়াক দ্বীপের ১০০ নটিক্যাল মাইল দক্ষিণে ইন্টারসেপ্টের ঘটনা ঘটে। ঘটনার সময় রুশ বোমারু বিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমাতেই অবস্থান করছিল। তবে সেগুলোর অবস্থানস্থল ছিল যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) ভেতরেই। বিমান প্রতিরক্ষার স্বার্থেই যুক্তরাষ্ট্র এডিআইজেডে নজরদারি করে থাকে। আলাস্কা উপকূল থেকে ২০০ মাইল পর্যন্ত এডিআইজেড বিস্তৃত বলে জানিয়েছে নোরাড। রুশ বোমারু বিমানের উপস্থিতি টের পেয়ে আলাস্কার এলমেনডর্ফ ঘাঁটি থেকে বিমান বাহিনীর দুটি এফ-২২ জঙ্গি বিমান ও একটি ই-৩ পর্যবেক্ষণ বিমান সেখানে যায়। মার্কিন বিমান তিনটি কিছুক্ষণ রুশ বোমারু বিমানগুলোর পথরোধের চেষ্টা করে। পরে সেগুলো রুশ বিমানের পাশাপাশি চলতে থাকে। এক পর্যায়ে বোমারু বিমান দুটি এডিআইজেড দূরে সরে যায়। তার আগ পর্যন্ত মার্কিন বিমানগুলো বোম্বার দুটির পাশেই ছিল বলে কর্মকর্তা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ